ঢাকা বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


ওটামেন্ডির গোলে জয় পেল আর্জেন্টিনা


১৩ অক্টোবর ২০২৩ ১২:১৭

ছবি সংগৃহীত

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের শুরুতে নিকোলাস ওটামেন্ডির গোলে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

শুরুর একাদশে মেসিকে ছাড়াই মাঠে নামে বিশ্বকাপজয়ীরা। আর নেমেই ম্যাচের তৃতীয় মিনিটে দলকে লিড এনে দেন ওটামেন্ডি। সেই গোলেই জয় হয় আলবেসেলেস্তিয়ানদের।

ম্যাচের পুরোটা সময় আধিপত্য ধরে রেখে খেলে বিশ্বকাপজয়ীরা। ম্যাচের ৭৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল আকাশী নীলরা।

লম্বা সময় বল দখলে রেখে ১৫ টি শট নিয়েছিল তারা প্রতিপক্ষের গোলমুখে। কিন্তু এর ভেতর কেবল একটি শোত ছিল লক্ষ্যে। সেটিতেই আসে গোল।

মেসি শুরুর একাদশে না থাকলেও ম্যাচের ৫৩ মিনিটের মাথায় আলভারেজকে উঠিয়ে তাকে নামান কোচ লিওনেল স্কালোনি। একটি শট গোলমুখে তিনি করলেও সেটি ক্রসবার ছুঁয়ে যায়।

এই জয়ে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের শীর্ষে রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা।

আগামী মঙ্গলবার (১৭ অক্টোবর) পেরুর বিপক্ষে বাছাইপর্বের চতুর্থ ম্যাচে নামবে আর্জেন্টিনা।