ঢাকা বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৪ঠা পৌষ ১৪৩২


সাম্বা ছন্দে জিতল ব্রাজিল


২৫ নভেম্বর ২০২২ ২৩:২৬

এক রিচার্লিসনের কাছে পাত্তায় পায়নি ইউরোপদেশ সার্বিয়া। তবে রিচার্লিসনে ২ গোলের কাছে হার মানতে হয়েছে তাদের। শক্তির দিক দিয়ে ব্রাজিলের চাইতে যোজন যোজন পিছিয়ে সার্বিয়ার। সেই সার্বিয়া নেইমারদের আটকে রাখে ৬২ মিনিট পর্যন্ত।

কিন্তু এর পর আর সাম্বা ছন্দের কাছে পেরে উঠতে পারেনি সার্বিয়া। অবশেষে ২-০ ব্যবধানের হার মেনে নিতে হয় তাদের। অসাধারন দুটি গোল করেন রিচার্লিসন। তার পায়ের ছন্দে বিশ্ব দেখলো ব্রাজিলের সেই নান্দকি ফুটবলের আরেক ঝলক বাইসাইকেল শট।

ব্রাজিলের লিড তখন ২-০ তে। এর আগে খেলার ৬২ মিনিটে ব্রাজিলকে ১ গোলে এগিয়ে দিয়ে সমর্থকদের উল্লাসের উপলক্ষ্য এনে দেন এই রিচার্লিসন। গোল পোস্ট ফাঁকা পেয়ে নিখুঁত শটে তিনি বলটি জালে জড়ান। সেই ২ গোলের লিড নিয়েই ম্যাচ শেষ করে তারা। আগে মিশন হেক্সা সফল করতে কাতার বিশ্বকাপ-২০২২ মিশন শুরু করে ব্রাজিল।

নতুনসময়/আইকে