ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


সাকিবের অভাব পূরণ করতে পারবে রাব্বি?


১২ অক্টোবর ২০১৮ ১০:১১

ফাইল ফটো
বাঁ হাতের কনিষ্ঠায় ইনজুরির কারণে চলতি বছরের পুরোটাই মাঠের বাইরে কাটাতে হবে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণা নিয়ে বেশ বিপাকে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
 
কেননা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব না থাকা মানে দলে দুই ক্রিকেটারকে নেয়া। তবে এবার আর সে পথে না হেঁটে ৩০ বছর বয়সী ফজলে মাহমুদ রাব্বিকে দিয়েই সাকিবের অভাব পূরণের পরিকল্পনায় নেমেছে বিসিবি।
 
সন্ধ্যায় আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।  সেখানে নতুন মুখ বলতে কেবল বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ফজলে রাব্বি।
 
এছাড়া দলে ফিরেছেন মোহাম্মদ সাঈফউদ্দীন। আর এশিয়া কাপের ব্যর্থতাপূর্ণ পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন সৌম্য সরকার, মুমিনুল হক ও মোসাদ্দেক সৈকত।