ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


বাংলাদেশের লক্ষ্য ১৬১ রান


১৮ অক্টোবর ২০২২ ০২:১৬

আজ (১৭ অক্টোবর) সোমবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানদের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল।

আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান সংগ্রহ করেছে আফগানরা।

প্রথম দশ ওভারে রান ছিল মোটে ৬৭। কিন্তু ইব্রাহিম জাদরান এবং শেষদিকে মোহাম্মদ নবির ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং শেষ দশ ওভারে ৯৩ রান সংগ্রহ করে আফগানরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। সাকিবও ২ উইকেট নিয়েছেন তবে খরচ করেছেন ৪৬ রান। মোস্তাফিজ ৪ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

১৯ অক্টোবর একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে।