ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


নবজাতকদের কী নাম রাখলেন তারা?


৯ অক্টোবর ২০১৮ ০৬:৪০

ফাইল ছবি

জাতীয় দলে এখনও অনিয়মিত ক্রিকেটার ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ। তবে জাতীয় দলে নিয়মিত হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুজনেই। ওপেনার ইমরুল কায়েস এশিয়া কাপে একটি ম্যাচে ভালোই ব্যাট করেছেন। সামনে জিম্বাবুয়ে সিরিজেও দলে সুযোগ পাওয়াটা অনেকটাই নিশ্চিত তার।

এদিকে টি-টোয়েন্টি লিগ খেলতে আফগানিস্তানে রয়েছেন পেসার তাসকিন আহমেদ। নিজেদের ফিরে পাওয়ার এই লড়াইয়ের মাঝেই বাবা হয়েছেন তারা। এবার নিজেদের নামের সঙ্গে মিলিয়ে নবজাতকদের নামও রাখলেন জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার।

তাদের বাবার হওয়ার মাঝে ব্যবধান ছিল মাত্র কয়েক ঘণ্টার। তাসকিন-রাবেয়া দম্পতির প্রথম সন্তানের নাম রাখা হয়েছে তাশফিন আহমেদ রিহান। ইমরুল-রুবাইয়া দম্পতির ছেলের নাম রাখা হয়েছে সুহাইব বিন কায়েস।

এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফেরার পর, গত বছরের ৩১ অক্টোবর হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন তাসকিন আহমেদ। দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গেই ঘর বাঁধেন তরুণ প্রতিভাবান এই ক্রিকেটার। বিয়ের ১১ মাসের মাথায় চলতি বছরের ২৯ সেপ্টেম্বর, রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম হয় তাসকিনের।

অন্যদিকে, বেশ কাকতালীয়ভাবেই তাসকিনের ছেলে হওয়ার পরদিন সকালে, একই হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন জাতীয় দলের তারকা ওপেনার ইমরুল কায়েসের স্ত্রী রুবাইয়া ইসলাম। এশিয়া কাপ শেষে দেশে ফেরার পরদিনই বাবা হন জাতীয় দলের এই অনিয়মিত ওপেনার।

এমএ