ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বাবা হলেন তাসকিন


৩০ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৯

বাবা হয়েছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে তাসকিন নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ! ছেলে সন্তানের বাবা হয়েছি। খুব খুশি লাগছে। মা ও ছেলে দু’জনেই ভালো আছে। আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

এর আগে তাসকিন তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ছবি পোষ্ট করেন। ছবিতে দেখা যায়, তাসকিনের স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমা হাসপাতালের বেডে শুয়ে আছেন এবং তিনি একটি নবজাতককে আগলে রেখেছেন। সামনে রয়েছেন তাসকিন নিজে। তাসকিনই ছবিটি তুলেছেন বোঝা যাচ্ছে।

তাসকিন ছবিটি পোষ্ট করে ছবির ক্যাপশনে শুধু লিখেছেন- আলহামদুলিল্লাহ!

তাসকিন আহমেদ ২০১৭ সালের ৩১ অক্টোবর হঠাৎ করেই দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন।

আইএমটি