ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


ওপেনিংয়ে নামছেন মাশরাফি!


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০২

এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত পাঁচজনকে ওপেনিংয়ে নামিয়েছে টিম ম্যানেজমেন্ট। কেবল লিটন দাস সামান্য কিছু রান পেয়েছেন। বাকীরা সবাই যাওয়া আসার মধ্যে ছিল। যাওয়ার আসার মিছিলে ছিল কখনও শান্ত আবার কখনও সৌম্য।

যদিও তামিম ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান। বাকি কেউই এখন পর্যন্ত ওপেনিংয়ে নেমে নিজেদের পরিচয় দিতে পারেননি। তাই আজ ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে সংবাদকর্মী থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটাই প্রশ্ন আজ কাকে দেখা যাচ্ছে ওপেনিংয়ে?

এমন প্রশ্নের জবাব দিলেন অধিনায়ক মাশরাফি। তিনি সংবাদকর্মীদের বলেন, ‘এই আসরে আমরা নিজেরাও বিস্মিত হয়েছি। আপনাদেরও বিস্মিত করেছি। কালকে হয়তো এমন কাউকে ওপেনিংয়ে দেখতে পারেন, যে আগে কখনও ওপেন করেনি (হাসি...)। তো সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি। আপনারাও প্রস্তুত থাকেন।’

সেই ব্যক্তিটি কে যে আজ ওপেনিংয়ে নামছেন কিন্তু যাকে কেউ ওপেনিংয়ের এর আগে ব্যাট হাতে নামতে দেখেনি। যেহেতু শান্ত, সৌম্য, লিটনরা ব্যাট হাতে ওপেনিংয়ে ব্যর্থ সেহেতু ধারনা করা হচ্ছে ব্যাট হাতে মাশরাফিকেই ওপেন করতে দেখা যেতে পারে। তবে এক সূত্রে জানা গেছে, অধিনায়ক কোন কারণে না নামতে পারলে আজ ওপেনিংয়ে দেখা যেতে পারে মিরাজকে।

এমএ