ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


যে কারণে ভারত আজ জিতবে না


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২৫

এশিয়া কাপ ২০১৮ এর ফাইনাল আজ। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে ক্রিকেটের পরাশক্তি রোহিত-ধোনির ভারত। এবারের এশিয়া কাপের ফাইনাল নিয়ে গত চার আসরে তিনবার ফাইনাল খেলছে বাংলাদেশ। বাকি দুইটি ফাইনালেই হেরেছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের জন্য রয়েছে খুশির সংবাদ। আজকের দিনে অর্থাৎ ২৮ সেপ্টেম্বরের তারিখে খেলা কোনো একদিনের ম্যাচ ও টি-২০ ম্যাচ জিতেনি ভারত। এর আগে ৪টি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি খেলে ভারত। এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হয়েছে। বাকি সবগুলি ম্যাচই হারত হয় ভারতকে।

১৯৮৪ সালের এই দিনে অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হারে শক্তিশালী ভারত। ১৯৯৭ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারতে হয় ভারতকে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়। এছাড়া ২০১২ সালে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে টি টোয়েন্টি ম্যাচে হারে ভারত। সর্বশেষ ২০১৭ সালে অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে হারে ভারত।

এমএ