ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


ফাইনালে ওঠায় টাইগার যুবাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর


৮ ফেব্রুয়ারি ২০২০ ০০:১১

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে উঠেছে বাংলাদেশ। ইতিহাস সৃষ্টি করায় আকবর বাহিনীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার পচেফস্ট্রমে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

পরে মিলান থেকে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তোমাদের (ক্রিকেট দল) সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি ইতালি সফরে গেছেন। ৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

নতুনসময়/আইকে