ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বলিউডে অভিষেক হচ্ছে কোহলির


২২ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১৮

সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলি। রূপালি পর্দায় অভিষেকের বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। এক টুইটবার্তায় সিনে জগতে আগমনের কথা নিশ্চিত করেন এ মাস্টারব্লাস্টার।

জিইও টিভির খবরে বলা হয়, বলিউডে অভিষেক হতে যাচ্ছে কোহলির। তার সিনেমার নাম ট্রেইলার: দ্য মুভি। গেল শুক্রবার টুইটারে মুভির একটি পোস্টারের ছবি আপলোড করেছেন তিনি। ক্যাপশনে ভারতীয় অধিনায়ক লেখেন, ১০ বছর পর আরেকটি অভিষেক, তর সইছে না। সঙ্গে জুড়ে দেন সুপারহিরো স্টাইলে পোজ দেয়া নিজের একটি ছবি।

চলতি মাসের ২৮ তারিখ থেকেই মুভির কাজ শুরু হতে পারে। তবে নিজের মুভির ব্র্যান্ড প্রোমোশনে এটা সম্পূর্ণ সিনেমা, না শর্টফিল্ম তা উল্লেখ করেননি কোহলি। সুতরাং, প্রকৃত সত্য জানতে আমাদের অপেক্ষা করতেই হচ্ছে।

গেল বছরের ডিসেম্বরে বলিউডকন্যা আনুশকা শর্মার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কোহলি। ইতালিতে অনাড়ম্বরপূর্ণভাবে ঘরোয়া পরিবেশে সাতপাকে বাঁধা পড়েন তারা। এখন পর্যন্ত সুখে শান্তিতে একই ছাদের তলায় বসবাস করছেন। ধারণা করা হচ্ছে, প্রিয়তমার কারণেই সিলভার স্ক্রিনের প্রতি ভালোবাসা বেড়েছে ভারতীয় ব্যাটিং মাস্টারের।

এসএ