ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


রনির জোড়া আঘাতে ধুঁকছে আফগানিস্তান


২১ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৩

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-আফগানিস্তান। টস হেরে ফিল্ডিংয়ে আছেন টাইগাররা। অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করছেন আবু হায়দার রনি। তার জোড়া উইকেট শিকারে ধুঁকছে আফগানিস্তান।

তৃতীয় ওভারে রাহমাত শাহর অফ স্ট্যাম্প উড়িয়ে দেন এই পেসার। এর আগে নিজের প্রথম ওভারে বাঁহাতি এই পেসার ফিরিয়ে দেন ইহসানউল্লাহকে। দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি তুলে দেন ইহসানউল্লাহ। চতুর্থ বলে তার পুনরাবৃত্তির চেষ্টায় ফিরেন কাভারে মোহাম্মদ মিঠুনের চমৎকার ক্যাচে পরিণত হয়ে। দ্বিতীয় ওভারে ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, আবু হায়দার রনি।

আফগানিস্তান একাদশ : মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ, রহমত শাহ, আসগর আফগান, হাশমতউল্লাহ শহিদি, মোহাম্মদ নবি, সামিউল্লাহ সেনওয়ারি, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।

এমএ