ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সুযোগ পেয়ে যা বললেন আশরাফুল


১৮ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩২

সম্প্রতি ফিটনেস টেস্টে খুব ভালো করেছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের বাইরে থাকার পরও এ পরীক্ষায় স্কোর করেছিলেন ১১.৪। যেখানে ১০ হলেও যথেষ্ট। তার চোখ এখন জাতীয় দলে ফেরা।

সেই লক্ষ্য পূরণের প্রাথমিক একটা ধাপ পেয়ে গেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে খুলনায় আয়োজন করা হয়েছে একটি চারদিনের ম্যাচের। যেখানে খেলবেন আশরাফুল। ‘এ’ দল, এইচপি কিংবা এর বাইরে থাকা ক্রিকেটারদের নিয়েই তৈরি করা হয়েছে ১৩ জন করে মোট ২৬ জন নিয়ে দুটি স্কোয়াড। আশরাফুল খেলবেন টিম ‘এ’ তে।

আশরাফুল বলেন, ‘জাতীয় দলে ফেরার জন্য এই ম্যাচ বড় সুযোগ, এমনটা মনে করছি না। তবে জাতীয় লিগের আগে নিজের প্রস্তুতিটা কেমন হলো সেটাই যাছাই করতে পারবো এই ম্যাচ দিয়ে। চেষ্টা করবো এই ম্যাচে দীর্ঘক্ষণ উইকেটে টিকে থেকে ব্যাট করতে। আমি ধীরে ধীরে এগুতে চাই। এভাবে যে সুযোগগুলো সামনে আসবে, সেগুলোকে কাজে লাগাতে চাই। তাহলেই আমি মনে করি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

১৯ থেকে ২২ সেপ্টেম্বর ‘এ’ টিম এবং ‘বি’ টিম নামে খেলবে দল দুটি। গত প্রিমিয়ার লিগে আশরাফুল ৫টি সেঞ্চুরি করলেও স্ট্রাইক রেট ছিল খুব কম। মাত্র ৭৮। সেটা সমালোচনার জন্ম দিয়েছিল। আশরাফুলের প্রথম চেষ্টা থাকবে নিজের ব্যাটিং স্টাইলের পরিবর্তন আনা এবং জাতীয় দলে খেলার উপযোগী হিসেবে নিজেকে প্রমাণ করা।

এসএ