ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ড্রেসিং রুমে ফিরে গেলেন তামিম!


১৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:০৭

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে টাইগাররা। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। প্রথম ওভারে লাসিথ মালিঙ্গার শেষ দুই বলে বাংলাদেশ হারিয়েছে ২ উইকেট!

এরপর দ্বিতীয় ওভারে আরেকটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সুরঙ্গা লাকমালের বলে হাতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। লেগ সাইডে লাকমালের শর্ট বলে চোট পান বাঁহাতি এই ব্যাটসম্যান। চোট কতটা গুরুতর, সেটা এখনো জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেটের হারিয়ে ৬ রান।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৬/২ (৪ ওভার)।
আউট: সাকিব আল হাসান, লিটন কুমার দাশ।

এসএ