ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২

চাঁদে চীনের পতাকা


৫ ডিসেম্বর ২০২০ ২২:৪৪

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে পতাকা স্থাপন করেছে চীন। ৫০ বছর আগে প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে পতাকা স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। এবার চীনের জাতীয় মহাকাশ সংস্থা চাঁদের পৃষ্ঠে তাদের পতাকার ছবি প্রকাশ করেছে।

চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করতে চীনের চ্যাং’ই-৫ নামক চন্দ্রযান গত মঙ্গলবার (১ ডিসেম্বর) সফলভাবে চাঁদে অবতরণ করে। এরপর সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে পৃথিবীর দিকে যাত্রা শুরু করেছে। মহাকাশযানটি ফিরে আসার সময় চাঁদের মাটিতে চীনের পতাকা ওড়ানোর ছবি ধারণ করেছে বলে জানিয়েছে দেশটির মহাকাশ সংস্থা।

১৯৬৯ সালে অ্যাপোলো-১১ অভিযানের সময় যুক্তরাষ্ট্র প্রথমবার চাঁদে কোনো দেশের পতাকা স্থাপন করে। পরে ১৯৭২ সাল পর্যন্ত বিভিন্ন অভিযানের সময় যুক্তরাষ্ট্রের আরো পাঁচটি পতাকা চাঁদের পৃষ্ঠে স্থাপন করা হয়। ২০১২ সালে নাসার এক ছবিতে দেখা যায়, সেগুলো টিকে আছে। তবে সূর্যের আলোতে সেগুলোর রঙ জ্বলে গেছে। চ্যাং'ই-৫ মিশনটি সাত বছরের মধ্যে চীনের তৃতীয় সফল চন্দ্র অভিযান।