ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


কারাগারে হঠাৎ রেগে গেলেন খালেদা


১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫০

প্রতীকী

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কারাগারের ডেপুটি জেলার এবং আরও কয়েকজন জেল কর্মকর্তা বেগম জিয়ার কাছে যান। কারণ এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার হাজিরা ছিল। সম্প্রতি এক গেজেটের মাধ্যমে আলিয়া মাদ্রাসা থেকে এই মামলার স্থান নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে নিয়ে আসেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে এখানেই কারাবন্দী হিসেবে আছেন বেগম জিয়া।

এ সময় হঠাৎ কারাগারে প্রচণ্ড রেগে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উত্তেজিত হয়ে কারা কর্মকর্তা এবং কারারক্ষীদের হুমকি দিলেন। রেগে গিয়ে খালেদা বলেন, ‘তোমাদের সবাইকে দেখে নেবো। জেলের ভাত খাওয়াবো।’ বৃহস্পতিবার সকালে পুরাতন কারাগারে এই ঘটনা ঘটে।

জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলার প্রধান আসামি বেগম খালেদা জিয়া। এতিমখানা দুর্নীতি মামলায় সাজা খাটছেন খালেদা। এরপর বেগম জিয়া আর এই মামলায় ৭ মাস ধরে হাজির হচ্ছেন না। ফলে বন্ধ রয়েছে বিচার কার্যক্রম। বেগম জিয়া যেহেতু আদালতে আসতে রাজি নন, তার অসুস্থতা এসব বিবেচনায় এনে আইন মন্ত্রণালয় গত সপ্তাহে আদালতের স্থান পরিবর্তন করে।

প্রথমদিন আদালত বসলে মামলার আসামি খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে আদালতে নেয়া হয়। এসময় বেগম জিয়া আদালতকে বলেন, ‘যা খুশি রায় দিন, আমি আর আদালতে আসবো না।’

সেদিন বেগম জিয়ার আইনজীবীরা বিচারকাজে হাজির না হওয়ায় আদালত মুলতবি করা হয়। এরপর বেগম জিয়ার আইনজীবীরা নাজিমউদ্দিন রোডে কারাগার স্থানান্তর বিষয়ে প্রধান বিচারপতির কাছে নালিশ করেন। প্রধান বিচারপতি বিষয়টি দেখার আশ্বাস দেন।

নাম প্রকাশ না করার শর্তে কারাগারের একজন কর্মকর্তা বলেন, ‘জেল কোড অনুযায়ী আমরা জোর করে খালেদাকে আদালতে নিয়ে যেতে পারতাম। কিন্তু উনার প্রতি সম্মান দেখিয়ে আমরা সেটা করিনি।’

সেই কর্মকর্তা আরো বলেন, ‘কোর্ট থেকে উনাকে হাজির করার নির্দেশনা এসেছে। এটা প্রডাকশন ওয়ারেন্ট। অক্ষম এবং অসুস্থতা ছাড়া এই নির্দেশ অমান্য করা আদালত অবমাননার শামিল। তারপরও উনি আমাদের সাথে দুর্ব্যবহার করেছেন।’

এমএ