ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


সড়ক পথে কোথাও কোনো দুর্ভোগের চিত্র নেই: ওবায়দুল কাদের


২ জুন ২০১৯ ০১:২৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সড়কপথে এখন কোথাও কোনো দুর্ভোগের চিত্র নেই, সড়কপথে ঈদ পর্যন্ত স্বস্তিকর যাত্রা অব্যাহত থাকবে বলে আশা করছি।

শনিবার বেলা ১১ টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সড়কে চাঁদাবাজির এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সড়কে নিরাপত্তা জোরদার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার মামলা দিয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকার। মামলার রায় দিয়েছেন আদালত। এ বিষয়ে সরকারের কিছু করার নেই। বিএনপি চাইলে আদালতের বিরুদ্ধে আন্দোলন করতে পারে।


নতুনসময়/এনএইচ