ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ময়লা পরিষ্কার করতে রাস্তায় নামলেন ছাত্রলীগ সভাপতি


১২ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩৮

ময়লা পরিষ্কার করতে রাস্তায় নামলেন ছাত্রলীগ সভাপতি
ইতিবাচক ছাত্রলীগের ধারাবাহিকতায় এবার নাম লেখালেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। 
 
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বৃষ্টির কারণে জমে থাকা ময়লা নিজ হাতেই নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শেখ হাসিনার মনোনীত ছাত্রলীগের এই নেতা। 
 
সনজিত চন্দ্র দাস বলেন, ছাত্রলীগের একজন কর্মী হিসাবে নয়, বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র হিসেবে ক্যাম্পাস পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলের। এই দায়বদ্ধতা থেকে মঙ্গলবার বৃষ্টির পর ময়লা পরিষ্কার করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। 
 
ময়লা পরিষ্কারের সময় ছাত্রলীগের নেতা নজরুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের ক্যাম্পাস। এই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে নিয়মিত কাজ করে যাবে ছাত্রলীগ।
 
একেএ