ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ


৮ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৫

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, বিএনপি চেয়ারপারসন কারাগারে খুব অসুস্থ। সরকার প্রতিহিংসা করে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে। বিএনপির পক্ষ থেকে বার বার বলার পরও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, এটা অমানবিক।

আমরা অবিলম্বে তার মুক্তি ও সুচিকিৎসা দাবি করছি। অন্যথায় খুব শিগগিরই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান নাসিমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

আরআইএস