বিএনপি নেতা জাহাঙ্গীরের লিফলেট বিতরণ

ঢাকা-১৮ আসনের অন্তর্গত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন দলটির ঢাকা উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর।
শনিবার (২৩ আগষ্ট) বিকেলে রাজধানীর কুড়াতলি, সরকার বাড়ি জামে মসজিদ, কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে কর্মসূচিটি শুরু হয়ে যমুনা ফিউচার পার্কের সামনে এসে শেষ হয়।
কর্মসূচির শুরুতে দেওয়া এক বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আসন্ন নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে এই দেশের দায়িত্বভার দেন, তাহলে জনাব তারেক রহমান এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী এস এম ফজলুল হক। এতে উপস্থিত ছিলেন ভাটারা থানা বিএনপির আহবায়ক এম এ লতিফ, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানা বিএনপির সাবেক আহবায়ক জুলহাস পারভেজ মোল্লা, উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহবায়ক মেজবাহ উদ্দিন খোকন, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মনির হোসেন ভূইয়া, খিলক্ষেত থানা বিএনপির সদস্য সচিব সোহরাব খান স্বপন, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান, প্রফেসর আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক জহির বাবু, যুগ্ম আহবায়ক সৈকতুল ইসলাম, যুগ্ম আহবায়ক রানা চৌধুরী, ভাটারা থানা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ টিটো ও যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম।
এ ছাড়া ১৭ নং ওয়ার্ড সদস্য সচিব মজনু দর্জি, ৪৮ নং ওয়ার্ড আহবায়ক আব্দুল হক ভূঁইয়া ও সদস্য সচিব শেখ মনির হোসেন, ৪৩ নং ওয়ার্ড আহবায়ক দিদার হোসেন মোল্লা ও সদস্য সচিব জাকির হোসেন উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে খিলক্ষেত থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুরাদ, সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিসান আহমেদ ও সাবেক সিনিয়র সহসভাপতি সুজন, খিলক্ষেত থানা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক, মহিলা দলের সভানেত্রী সূচনা, সাবেক সদস্য সচিব পান্না ও সদস্য সচিব সুচি-সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।