ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


হান্নান মাসউদের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা


৮ এপ্রিল ২০২৫ ১৫:৩৫

ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সোমবার ফেসবুকে সন্দ্বীপ সংলগ্ন হাতিয়ার ভাসানচরের মালিকানা নিয়ে একটি পোস্ট করেন। 

 

ওই পোস্টে তিনি মন্তব্য করেছেন ভাসানচর হাতিয়ার থাকবে। এই ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার জন্ম হয়েছে। 

 

পোস্টে তিনি ভাসানচরকে হাতিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন এবং এর ব্যতিক্রম রুখতে হাতিয়াবাসীকে ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানান।

 

পোস্টে তিনি বলেন, ‘ভাসানচর হাতিয়ার ছিলো, হাতিয়ারই থাকবে। দরকার শুধু ঐক্যবদ্ধ প্রতিবাদ। দলমত নির্বিশেষে সব রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান, আসেন হাতিয়ার স্বার্থে অন্তত নিজেদের ভূমি রক্ষার স্বার্থে এক হই, একসঙ্গে কথা বলি। যে যে অফিসে নক করার দরকার একসঙ্গে গিয়ে করি... এটা পারলে ভূমি আমাদেরই থাকবে।

 

তার এই পোস্ট ঘিরে সন্দ্বীপের ছাত্র, তরুণসহ ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। মাসউদের পোস্ট শেয়ার করে কেউ কেউ তাকে সন্দ্বীপের ইতিহাস পাঠের আহ্বান জানিয়েছেন। 

 

২০২১ সালের ৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সেখানে ‘ভাসানচর থানা’ গঠনের প্রজ্ঞাপন জারি করে।