ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


সিদ্ধান্ত বদল, নির্বাচন করবেন হিরো আলম


১৭ ডিসেম্বর ২০২৩ ১৭:২৬

ছবি সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন সিদ্ধান্ত বদল করেছেন ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। 

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

হিরো আলম বলেন, আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন নির্বাচনে থাকব। আমাদের দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। এই যে সুষ্ঠু হয় না, সেটা দেখায় একমাত্র আপনাদের হিরো আলম। তাই নির্বাচন কতটা সুষ্ঠু হয়, সেটা দেখানোর জন্যই আমি প্রত্যাহার করব না।