ঢাকা বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বিএনপির কর্মসূচির তারিখ পরিবর্তন


১৩ অক্টোবর ২০১৮ ২৩:৩১

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবনের আদেশের প্রতিবাদে সারাদেশে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে।

এছাড়া, কালো পতাকা মিছিল ১৬ অক্টোবরের পরিবর্তে ২১ শে অক্টোবর অনুষ্ঠিত হবে। মহিলা দলের মানববন্ধন ১৭ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর এবং শ্রমিকদলের মানববন্ধন ১৮ অক্টোবরের পরিবর্তে ২১ অক্টোবর পালিত হবে।

শনিবার (১৩ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা। এ সময় তিনি বলেন, পূজার কারণে এসকল কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম,সানাউল্লাহ মিয়া,মুনির হোসেন প্রমুখ।

আইএমটি