ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


রায় প্রত্যাখ্যান বোয়াফের, আপিলে তারেকের ফাঁসির দাবি


১১ অক্টোবর ২০১৮ ০৩:১৬

বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের অপরাধের প্রাপ্য শাস্তি ফাঁসির দণ্ড না হওয়ায় রায় প্রত্যাখান করে আপিলের মাধ্যমে ফাঁসির দণ্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।

বুধবার (১০ অক্টোবর) সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা হচ্ছে তারেক রহমানের রাজনৈতিক সন্ত্রাস। শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে অসাম্প্রদায়িক নেতৃত্ব ও রাজনীতির ঐতিহ্যকে চিরতরে ধ্বংস করার পরিকল্পনা ছিল। আওয়ামী লীগের ২৪জন নেতাকর্মীর হত্যাকাণ্ডের মূল হোতা তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড অপ্রত্যাশিত। আমরা এই রায়কে প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, ব্যক্তি অপরাদের চেয়ে রাজনৈতিক অপরাধ দেশ ও জাতির জন্য হুমকি। আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অনাগত অপরাধীদের মাঝে দৃষ্টান্ত স্থাপনে আপিলের মাধ্যমে তারেক রহমানের মত রাজনৈতিক সন্ত্রাসীদের ফাঁসির দণ্ড নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। ১০ অক্টোবর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

এসএ