ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ঐক্যে যেতে চার শর্ত বিএনপির


২৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৬

ছবি ফাইল ফটো

জাতীয় ঐক্যে যেতে হলে বিএনপিকে চার শর্ত দেয়া হয়েছিল। বিপরীতে বিএনপিও জাতীয় ঐক্যকে পাল্টা চার শর্ত দেবে। বৃহস্পতিবার রাতে ২০ দলের বৈঠকে বিএনপির সিনিয়র নেতারা এই চার শর্ত চূড়ান্ত করেছেন। তবে প্রশ্ন উঠেছে পাল্টাপাল্টি শর্তারোপে শেষ পর্যন্ত এই ঐক্যের ভবিষ্যত কোথায় গিয়ে দাঁড়াবে।

বিএনপি এবং ২০ দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি জাতীয় ঐক্যে যেতে আগ্রহী। তবে এই ঐক্য প্রক্রিয়ায় যেতে হলে বিএনপির কিছু দাবি মানতে হবে জাতীয় ঐক্যের দলগুলোকে।

বিএনপির স্থায়ী কমিটির নেতা নজরুল ইসলাম খান এসবকে শর্ত বলতে রাজী নন। তিনি বলেন, ‘ঐক্যের মাঝপথে যেন ভুল বোঝাবুঝি না হয় সেজন্য আমরা কিছু বিষয় মীমাংসা করে যেতে চাই।’

বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেছেন, ‘বৈঠক স্রেফ আনুষ্ঠানিকতা, জাতীয় ঐক্যে বিএনপি শর্ত সাপেক্ষে যোগ দেবে।’

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ঐক্য প্রক্রিয়ার দলগুলোর কাছে যে চার শর্ত দেবে তা হলো- বিএনপি একক ভাবে জাতীয় ঐক্যে যোগ দেবে। এতে ২০ দলীয় জোটের ওপর কোনো প্রভাব ফেলবে না। ২০ দল থাকবে। দু’টো ভিন্ন ভিন্ন প্লাটফর্ম থেকে বিএনপি আন্দোলন করবে। এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না।

২. ২০ দলে যারা নিবন্ধিত দল তারা চাইলে জাতীয় ঐক্যে যোগ দিতে পারে। অথবা তারা ২০ দলেই শুধু থাকতে পারে। এ ব্যাপারে কোনো দলকে রাখা বা না রাখার শর্ত দেওয়া যাবে না।

৩. জাতীয় ঐক্যের নেতৃত্ব থাকবে ড. কামাল হোসেনের কাছে। তবে ঐক্যে যৌথ নেতৃত্বের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

৪. জাতীয় ঐক্য নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্তের বাইরে হুট করে কেউ নির্বাচনে যাওয়া না যাওয়ার ঘোষণা দিতে পারবে না।

বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা মনে করছেন অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী এবং মাহী বি. চৌধুরীর কারণেই জাতীয় ঐক্য প্রক্রিয়ায় নানা অস্বস্তি তৈরি হয়েছে। মাহি বিভিন্ন অযৌক্তিক দাবি এবং অনভিপ্রেত ইস্যু এনে জাতীয় ঐক্যের প্রক্রিয়াকে ব্যাহত করছে। এজন্য বিএনপির পক্ষ থেকে কিছু শর্ত দেয়া হবে। জাতীয় ঐক্যের কেউ যেন মাঝপথে ডিগবাজি দিয়ে সরকারের সঙ্গে আঁতাত না করে, সেজন্য ঐক্যের আগেই আমাদের অঙ্গীকার করা প্রয়োজন।

অবশ্য মাহী বি. চৌধুরী বলেছেন, ‘আদর্শহীন ঐক্য কোনো ঐক্য নয়। ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারার জন্য কোনো ঐক্যে আমরা যেতে রাজি নই। আমরা চাই একটি স্বচ্ছ রাজনীতির ধারা।’

আরকেএইচ