ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


খালেদার সঙ্গে দেখা করার অনুমতি পেল পরিবারের সদস্যরা


২১ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তার পরিবারের সদস্যরা।

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ দিন দেখা করার জন্য খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার আইজি প্রিজন বরাবর বুধবার (১৯ ফেব্রুয়ারি) আবেদন করেছিলেন।  এ পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তাদের অনুমতি দেওয়া হয়।

জানা গেছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে যাবেন।

তবে এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু অনুমতি পাওয়ার বিষয়টি এখনও জানতে পারিনি।


আইজি প্রিজন বরাবর আবেদনে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার তার স্ত্রী কানিজ ফাতিমা, ভাতিজা শাফিন ইস্কান্দার, তার স্ত্রী অরনী ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার ও ভাগনে শাহরিয়া হকের দেখা করার অনুমতি চেয়েছেন।

এদিকে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম এবার সাক্ষাৎ করতে যাচ্ছেন না বলে একটি সূত্র জানিয়েছে।


পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত বছরের ১ এপ্রিল খালেদা জিয়াকে বিএসএমএইউতে এনে ভর্তি করা হয়।