ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল


১৮ জানুয়ারী ২০২০ ২৩:২৪

জরুরি এক সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঢাকার দুই সিটির আসন্ন নির্বাচনের ইভিএম ব্যবহার এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ড. কামাল হোসেন, আসম আব্দুর রব, ড. আবদুল মঈন খান, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্টের নেতারা।