ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে ওবায়দুল কাদেরের


১৬ জানুয়ারী ২০২০ ০৮:০৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বাইপাস পরবর্তী স্বাস্থ্যের ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে বলেও জানা যায়। সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আজ সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ জনাব কাদেরের স্বাস্থ্যের আশানুরূপ উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

উচ্ছ্বসিত হয়ে ফিলিপ জানান, জনাব কাদেরের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে। জনাব কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে যা অত্যন্ত ইতিবাচক বলে জানান তিনি। আজ রাত দশটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটযোগে জনাব ওবায়দুল কাদের দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

নতুনসময়/আইকে