ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ঢাকায় মহাসমাবেশ করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ


২৩ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩০

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ২৮ সেপ্টেম্বর দুপুর ১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ হবে।

রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

রানা দাশগুপ্ত বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের জাতীয় সমন্বয় কমিটিভুক্ত ২১টি সংগঠনকে সঙ্গে নিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে। এই মহাসমাবেশে নির্বাচনকে ঘিরে সংখ্যালঘুদের ভাবনা রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল ও জোট জাতির সামনে উপস্থাপন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

তিনি আরো বলেন, ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন হামলা কমে আসলেও নির্যাতন নিপীড়নের ধারা অব্যাহত আছে। সারাদেশে উপাসনালয়ে আবারও আক্রমণ শুরু হয়েছে। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।

অনুষ্ঠানে সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।