ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


সিটি নির্বাচন লোক দেখানো : মওদুদ


৪ জানুয়ারী ২০২০ ০১:২৭

ছবি সংগৃহীত

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে লোক দেখানো নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ।

আজ শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে তাঁতী দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

একদিকে বিএনপি সমর্থিত কাউন্সিলদের গ্রেপ্তার করা হচ্ছে, অন্যদিকে চলছে নির্বাচনী প্রচারণা। এটা কোনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হতে পারে না বলে দাবি করেন তিনি।

বিদায়ী বছরে সরকার মিথ্যাচার ছাড়া সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা আগামীর আন্দোলনে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।