ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার


৩ জানুয়ারী ২০২০ ০৫:২২

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দীন আহমেদ তাইজুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল চারটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার পর তাকে গ্রেপ্তার করে বংশাল থানার পুলিশ। তাইজুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার উপ-পরিদর্শক আল মামুন হাওলাদার। তিনি বলেন, কিছুক্ষণ আগে উনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে দুই মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। তাইজুল ঢাকা মহানগর দক্ষিণের ৩২ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী।

নতুনসময়/আইকে