ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


৩০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি


২৪ ডিসেম্বর ২০১৯ ০০:৩৭

আগামী ৩০ ডিসেম্বর ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করতে চায় বিএনপি।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সমাবেশের কথা জানান।

রিজভী বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন ঢাকাসহ সারাদেশের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে।

তিনি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যান এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়ে যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। দুই জায়গার যে কোনো এক জায়গায় আমরা সমাবেশ করব।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুনসময়/আইকে