ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


ঢাবিতে হল ছাত্রলীগের নতুন কমিটির সময় ঘোষণা


২১ ডিসেম্বর ২০১৯ ০৯:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি হলেও দীর্ঘদিন ধরে আটকে আছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কমিটি। এ নিয়ে কিছুক্ষেত্রে সমস্যায়ও পড়তে হচ্ছে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিৎ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে। এখন অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এর মধ্যেই জানা গেল চলতি ডিসেম্বর মাসের শেষ দিকে হতে পারে ঢাবির হলগুলোর কমিটি।

হল কমিটির পদপ্রত্যাশীরা বলেন, দীর্ঘদিন ধরে হলগুলোতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিদ্যমান। এই মেয়াদোত্তীর্ণ কমিটির কারণে ঢিমেতালে চলছে হলগুলোর সাংগঠনিক কর্যক্রম। এ ব্যাপারে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, হলের শিক্ষার্থীদের মধ্যে বেশি জনপ্রিয় এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে সক্ষম নেতাকর্মীর বিষয়ে যাচাই-বাছাই করে কমিটি গঠনের কাজ এগিয়ে চলছে।

নতুনসময়/আইকে