ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি


২০ ডিসেম্বর ২০১৯ ০৩:১০

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে বক্তব্য তুলে ধরবেন। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা ও মুক্তির বিষয়ে করণীয় ও কর্মসূচি, ভারতের নাগরিকত্ব ইস্যু ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য তুলে ধরা হতে পারে।