ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বসন্তের পাখিদের মনোনয়ন নয়


২২ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৫

বির্তকিদের একাদশ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না বলে ফের সর্তক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা নিবেদিত নেতাকর্মী তারা দুঃসময়ে দল ছেড়ে না গিয়ে আঁকড়ে থাকে। বসন্তের পাখিরা দুঃসময়ে চলে যায়।তাদের ব্যাপারে সর্তক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের ডোরগোড়ায় পৌঁছে দিতে আওয়ামী লীগের ৩য় দফা নির্বাচনী যাত্রায় কুমিল্লার ইলিয়টগঞ্জ স্কুল মাঠের জনসভায় ওবায়দুল কাদের বলেন, যারা বিএনপি-জামায়াতের অপকর্ম তুলে না ধরে নিজ দলীয় নেতাদের বিরুদ্ধে সমালোচনা করেন তারা মনোনয়ন পাবেন না।

তিনি বলেছেন, আগামী ডিসেম্বর বিজয়ের মাসে নির্বাচন। সে কারণে কেউ দলের ভেতর দল করবেন না, কেউ পকেট কমিটি করবেন না।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে তৃতীয় দফা নির্বাচনী এই যাত্রা শুরু হয়।

আসন্ন একাদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী পথসভা শুরু করেছে আওয়ামী লীগ। গত ৩০ আগস্ট আকাশ সিলেটে যাত্রার মধ্য দিয়ে নির্বাচনী যাত্রা শুরু হয়।
এরপর ৮ সেপ্টেম্বর ট্রেনযোগে নীলফামারীতে যাত্রা শুরু করে। এবারের যাত্রা শেষ হবে ২৪ সেপ্টেম্বর।

দ্বিতীয় দিন রোববার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের শিকলবাহা ক্রসিং, এস আর স্কয়ার কর্ণফুলী, মেহেরুন্নেসা স্কুল মাঠ চুনতি লোহাগাড়া চট্টগ্রাম, চকরিয়া বাসস্ট্যান্ড চট্টগ্রাম, কক্সবাজার ঈদগাহ মাঠের সমাবেশ দিয়ে শেষ হবে এবারের নির্বাচনী যাত্রা।

এবারের নির্বচনী যাত্রায় ওবায়দুল কাদেরের সফর সঙ্গী রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।


এসএমএন