ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ইসি ভবন ঘেরাওয়ে যাওয়া মিছিলে লাঠিচার্জ


২০ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৮

বাম গণতান্ত্রিক জোট নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের জন্য মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ কারওয়ান বাজারের কাছে সার্ক ফোয়ারার সামনে লাঠিচার্জ করে। এর আগে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় এ প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের বাধার মুখে পড়লে মিছিলটি আর সামনে এগোতে ব্যর্থ হয়।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বাম গণতান্ত্রিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। তাদের দাবি ছিল, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। এ আয়োজন সফল করতে নির্বাচন কমিশন ঘেরাও সমাবেশের আয়োজন করে কর্তৃপক্ষ। জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ শেষে নেতা-কর্মীরা মিছিল নিয়ে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল শুরু করেন।

বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলাকালে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সার্ক ফোয়ারা এলাকায় পুলিশ বাধা দেয়। পরে পুলিশের লাঠিচার্জে কয়েকজন নেতা–কর্মী আহত হন।

নেতাকর্মীদের মিছিলটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে এলে সেখানে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তবে তারা মিছিল নিয়ে এগিয়ে যায়। শাহবাগ, বাংলা মোটর পার হয়ে সার্ক ফোয়ারা মোড় পর্যন্ত এলে সেখানে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে। এরপরও জোটের মিছিল এগোনোর চেষ্টা করতে থাকলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পুলিশের লাঠিপেটায় কয়েকজন আহত হয়েছেন। সার্ক ফোয়ারা মোড়ের ওপর সেখানে বিক্ষোভ করতে থাকেন দলটির নেতারা।

এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা লাঠিপেটার নিন্দা জানাচ্ছি। কোনো বাধা আমরা মানবো না। দাবি আদায়ে আগামী ১১ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচি পালিত হবে।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার সাত্যকি কবিরাজ বলেন, তাদের কাছে খবর ছিল, এ মিছিল থেকে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে। নিরাপত্তার জন্য তাদের এগোতে দেওয়া হয়নি। তিনি আরও বলেন, পুলিশ শান্তিপূর্ণভাবেই তাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মিছিল থেকেই পুলিশের ওপর চড়াও হয়। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এমএ