ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


ছাত্রদলের নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা


১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৫

ফাইল ফটো

ছাত্রদলের নির্বাচনে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া মির্জা ফখরুলসহ বিএনপির ১০ জনকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা জজকোর্টের ৪ নম্বর আদালত এ আদেশ জারি করেন। কোর্ট থেকে নোটিশ নিয়ে নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় অফিসে যাচ্ছেন আদালতের প্রতিনিধিরা।
এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, এখন পর্যন্ত আমরা পুরোপুরি নিশ্চিত নই। আদালতের স্থগিতাদেশ থাকলে কাউন্সিল স্থগিত হবে। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী ।আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।