ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সোহেল ও মান্নার বাসায় পুলিশ


১ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৫৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষীকির সমাবেশেরে ঠিক একদিন আগেই দলটির মহানগর শাখার সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির।

শুক্রবার রাত ১২ টার আগে এ হাবিবুননবী খান সোহেলের শান্তিনগরের বাসায় এ অভিযান চালায় পুলিশ।

এ বিষয়ে রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, “বেশ কয়েকটি মামলায় ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তার বাসায় তল্লাশি হয়েছে।”

তবে তল্লাশি চালালেও সোহেলকে পাওয়া যায়নি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

এর আগে গত ২ জানুয়ারি ভোরের দিকে গোয়েন্দা পুলিশ মালিবাগের একটি বাসা থেকে সোহেলকে আটক করে নিয়ে যায় বলে বিএনপির অভিযোগ করলেও আইনশৃঙ্খলাবাহিনী তাকে গ্রেপ্তার করেনি বলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন।

এদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বাসায় ডিবি হানা দিয়েছে বলে অভিযোগ করে নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান জানান, রাত সাড়ে ১২ টার দিকে ডিবির একটি দল মাহমুদুর রহমান মান্নার বাসার আশেপাশে অবস্থান নেয়। এক সময় বাড়ীর দরোয়ানকে দিয়ে মান্নার বাসায় ফোন কল করায় ডিবির টিম।

পরে মাহমুদুর রহমান মান্না কথা বলতে চাইলেও ডিবির কর্মকর্তারা কথা না বলেই ফোন কেটে দেন বলেও জানান তিনি।