ঢাকা শনিবার, ২০শে ডিসেম্বর ২০২৫, ৭ই পৌষ ১৪৩২


সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা


১১ মার্চ ২০১৯ ০২:১৭

রোববার (১০ মার্চ) জাতীয় সংসদে চিফ হুইপ নূরে-ই-আলম চৌধুরী স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কণ্ঠ ভোটে প্রস্তাব করলে সংসদ সদস্যরা তা পাস করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন অভিনেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

কণ্ঠ ভোটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।

কমিটির অন্য সদস্যরা হলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কণ্ঠ শিল্পী ও মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন এমিলি, অসীম কুমার উকিল, মাসুদা এম রশীদ চৌধুরী ও সেলিনা ইসলাম।

নতুনসময় / আইআর