ঢাকা শনিবার, ২০শে ডিসেম্বর ২০২৫, ৭ই পৌষ ১৪৩২


কাদেরকে দেখতে হাসপাতালে যেতে পারেন রাষ্ট্রপতি


৪ মার্চ ২০১৯ ০১:১৯

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যেতে পারেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি কার্যালয়ের প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সকালে থেকেই তাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালের ডি-ব্লকের সামনে শত শত মানুষ ভিড় করছে। তাকে দেখার জন্য সকাল থেকেই ডি-ব্লকের সামনে ভিড় জমাতে থাকেন দলটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

হানিফ সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদেরের সুচিকিৎসার স্বার্থে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় করতে নিষেধ করেছেন। চিকিৎসায় যাতে ব্যাঘাত ঘটে এমন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

এর আগে আজ সকালে বুকে ব্যথা অনুভূত হলে দ্রুত তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
/আনু