ঢাকা শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


কিডনি ভালো রাখতে খেতে পারেন যে ৫টি খাবার


১৮ নভেম্বর ২০২৫ ০৮:৪১

সংগৃহীত

কিডনি মানব দেহের ফিল্টারের মতো কাজ করে। রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত পানি বের করে দেয়, রক্তচাপ ও লোহিত রক্তকণিকা নিয়ন্ত্রণ করে, হাড়ের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর কার্যক্ষমতা কমতে পারে। এখন প্রশ্ন জাগতেই পারে, কেন এই সমস্যা হয়।

 

মূলত দীর্ঘসময় ধরে পানি কম খাওয়া, ভুল লাইফস্টাইল ও অতিরিক্ত মদ্যপানের কারণেও হতে পারে। আর কোনভাবে যদি একবার কিডনিতে সমস্যা দেখা দিলে পুরোপুরি আর ঠিক হয় না। বরং দীর্ঘমেয়াদে মারাত্মকও হতে পারে। সেজন্য আগেভাগেই আমাদের সতর্ক থাকা উচিত। কিডনিকে সুস্থ রাখতে সঠিক খাবার বাছাই করাটাও জরুরি। এমনকিছু খাবার আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে কিডনি সুস্থ রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে। চলুন দেখে নেয়া যাক-

 

বাঁধাকপি:

 

বাঁধাকপি কিডনির জন্য বেশ উপকারী, কারণ এতে পটাশিয়াম কম থাকে। তাই কিডনির সমস্যা থাকলেও নিশ্চিন্তে খাওয়া যায়। এমনকি এতে ভিটামিন কে, ভিটামিন সি, ফাইবার আর ফলেট থাকে, যেগুলো শরীরে প্রদাহ কমায় এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। কিডনিতে যদি কোনো প্রদাহ থাকে, তা কমাতে সাহায্য করে। পাশাপাশি শরীরের কোষ মেরামত করতেও সহায়তা করে, ফলে কিডনির টিস্যু সুরক্ষিত থাকে। সব মিলিয়ে, কিডনিকে ভালো রাখতে নিয়মিত খাবারের তালিকায় বাঁধাকপি রাখা একটা দারুন বুদ্ধিমানের কাজ।

 

লাল আঙুর:

 

লাল আঙুরে থাকে প্রচুর পলিফেনল জাতীয় এক ধরনের উদ্ভিদজাত উপাদান, যা কিডনিতে রক্তপ্রবাহ বাড়াতে ও প্রদাহ কমাতে সাহায্য করে। এসব পলিফেনল শরীরকে টক্সিন ও রক্তে অতিরিক্ত শর্করার ক্ষতি থেকে রক্ষা করে এক ধরনের ঢালের মতো কাজ করে। যদিও গবেষণা এখনও শুরু পর্যায়ে, কিছু গবেষণায় দেখা গেছে, প্রতিদিন লাল আঙুর বা আঙুরের রস খেলে কিডনির প্রাথমিক সমস্যা থাকা রোগীদের কিছু উপকার হতে পারে। তাই প্রতিদিন যদি আপনি লাল আঙুর বা অল্প পরিমাণ আঙুরের রস খান তাহলে আপনার কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করবে।

 

রসুন:

 

রসুনে থাকা প্রদাহ কমানোর ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কিডনির প্রদাহ কমাতে সাহায্য করে এবং শরীরের স্ট্রেসও নিয়ন্ত্রণে রাখে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত রসুন খেলে কিডনির ক্ষতির সূচক কমে এবং কিডনির কোষগুলোর ওপর এক ধরনের সুরক্ষা তৈরি হয়। রসুন রক্তচাপও নিয়ন্ত্রণে সাহায্য করে, আর উচ্চ রক্তচাপই কিডনি নষ্ট হওয়ার বড় কারণগুলোর একটি। তাই প্রতিদিনের খাবারে তালিকায় রসুন রাখলে খুব সহজেই কিডনিকে সুরক্ষিত রাখার বাড়তি সুবিধা পাওয়া যাবে।

 

ব্লুবেরি:

 

ব্লুবেরিতে থাকে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড, যা কিডনির প্রদাহ কমাতে ও ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত ব্লুবেরি খেলে কিডনির কার্যক্ষমতা ভালো থাকে এবং কিডনি রোগের ঝুঁকিও কমে। এতে থাকা সক্রিয় উপাদানগুলো ফ্রি র‍্যাডিকাল ধ্বংস করে, যাতে সেগুলো কিডনিতে ক্ষতি করতে না পারে। তাজা হোক বা ফ্রোজেন, আপনার প্রতিদিন এক মুঠো ব্লুবেরি খাওয়া কিডনির জন্য উপকারী এবং প্রাথমিক ক্ষতি সারাতেও সাহায্য করতে পারে।