ঢাকা শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, ৫ই পৌষ ১৪৩২


৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ৬৬৮ জনকে সাময়িক মনোনয়ন


১২ নভেম্বর ২০২৫ ০৯:৫৯

সংগৃহীত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে পিএসসি। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এই ফল প্রকাশ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৬৮ জনকে মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন দেয়া হয়েছে। কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে মনোনয়ন দেয়া সম্ভব হয়নি।

 

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর রাতে ৪৯তম বিসিএসের লিখিত ফলাফল প্রকাশ করা হয়। তাতে ১ হাজার ২১৯ জন উত্তীর্ণ হয়েছিলেন। এর আগে, প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন।