ঢাকা মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


শয়তানের নিঃশ্বাস' ব্যবহার করে অপহরণের শিকার হওয়া শিশু উদ্ধার, গ্রেফতার ৩


৩০ অক্টোবর ২০২৫ ১৪:১৯

সংগৃহীত

'আবিষ্ট পন্থা' বা 'শয়তানের নিঃশ্বাস' ব্যবহার করে অপহরণের শিকার হওয়া এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। এরই মধ্যে ঘটনার সাথে জড়িত মূল আসামি এবং তার ২ স্ত্রীসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এক ব্রিফিংয়ে র‍্যাব জানায়, গত ২৩ অক্টোবর মিরপুর ১১ নম্বরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ৪ বছরের শিশু নিখোঁজ হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে, নিখোঁজের ছয়দিন পর কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। 

 

র‍্যাবের বক্তব্য, কথিত 'শয়তানের নিঃশ্বাস' বা 'আবিষ্ট' পন্থা ব্যবহার করে সম্মোহিত করেই নিয়ে যাওয়া হয় শিশুটিকে। ২ লাখ ৫০ হাজার টাকায় নিঃসন্তান দম্পতির কাছে এই শিশুটিকে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। জ্বীনের বাদশা পরিচয় দিয়ে এরই মধ্যে কয়েক হাজার টাকা নেয়া হয়েছে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে। আটককৃতরা সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় র‍্যাব।