ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক


১৮ আগস্ট ২০২৫ ১৮:০৬

সংগৃহীত

যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আজ সোমবার (১৮ আগস্ট) সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, রাজবাড়ি সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আবদুল গণি সরদারের ছেলে আবদুল হালিম ও শরিয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রাম এলাকার নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম।

 

দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে যশোরের কোতোয়ালী থানাধীন হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮৩১ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার ও ২টি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায় বলে উল্লেখ করেন তিনি।

 

আটককৃত আসামিরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানিয়েছে , একজন ঢাকা থেকে নাভারণ এবং অপরজন ঢাকা থেকে কাজীরহাট হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় একজন ঢাকার যাত্রাবাড়ী অন্যজন ঢাকার তেঘরিয়া, কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারিদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে নাভারন ও কাজীরহাট গমন করছিল।

 

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৭২ টাকা। ২টি মোবাইলের মূল্য চল্লিশ হাজার টাকা। এছাড়া নগদ ১৫ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, দুই চোরাকারবারিকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।