সাংবাদিকের সুরক্ষায় ব্যর্থ হওয়ায় জিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

সম্প্রতি গাজীপুরে সাংবাদিক হত্যা ইস্যুতে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া ক্ষমা প্রার্থনা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। ১৫ দিনের মধ্যে এ মামলার চার্জশিট দেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ছিনতাইচেষ্টার ভিডিও করার কারণেই সাংবাদিক তুহিনকে পেশাদার অপরাধী চক্র হত্যা করে জানিয়ে জিএমপি কমিশনার বলেন, জুলাই আন্দোলনের গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ বেকার। এ কারণে এই এলাকায় অপরাধ বেড়েছে।