ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


নবীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


৮ আগস্ট ২০২৫ ২২:২৬

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি মো. নুরুল ইসলাম (৫৫)। তিনি জগন্নাথপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে। অভিযানে তার কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের একটি দল জগন্নাথপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মো. নুরুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

 

আটকের পর মাদকদ্রব্যগুলো জব্দতালিকার মাধ্যমে থানায় আনা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

 

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।