আখাউড়ায় যৌথ অভিযানে ১৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আখাউড়া পৌরশহরের রেলওয়ে সুইপার কলোনিতে (হরিজন কলোনির) পাশের রাস্তায় অভিযান চালানো হয়। অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ রাজন হরিজন (৬৫), সাগর হরিজন (৪০), সীমান্ত হরিজন (১৯) ও ইব্রাহীম (৩০) নামে চারজনকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, আখাউড়া উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের সাথে জড়িত কেউই পুলিশের হাত থেকে রক্ষা পাবে না।