কেনিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে ৬ জনের প্রাণহানি

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। দেশটির রাজধানী নাইরোবির উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন ৬ জন। সেইসাথে গুরুতর আহত হয়েছে আরও ২ জন। খবর, বিবিসি’র।
বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিন দুপুর ২টা ১৭ মিনিটে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সেটি সোমালিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে, বেলা ৩টার দিকে নাইরোবির কাছের শহর কাইম্বুতে এটি বিধ্বস্ত হয়।
কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা জানান, আমরা পাইলটসহ অন্তত চারজনকে হারিয়েছি। এছাড়া যেসব বাড়িতে বিমানটি আঘাত হেনেছে, সেখান থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বহু মানুষ জড়ো হয়েছেন এবং চারদিকে ছড়িয়ে আছে বিমানের ধ্বংসাবশেষ। উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে কেনিয়া রেডক্রস ও অন্যান্য জরুরি সেবাদানকারী দল।
উল্লেখ্য, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।