ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটানো হয়েছে: আখতার


৬ আগস্ট ২০২৫ ১৫:১৩

সংগৃহীত

জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সেইসাথে নতুন সংবিধানের দাবিও জানায় দলটি।

 

বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

আখতার হোসেন বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও আপত্তি নেই এনসিপির। তবে নির্বাচন আয়োজনের আগে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং সংস্কার বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। এ সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ওপর জোর দেন এনসিপির সদস্য সচিব।