ঢাকা রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


মুক্তিযুদ্ধের মতোই জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকায় ব্যর্থ রাষ্ট্র: সাকি


৫ আগস্ট ২০২৫ ০৯:৩৬

সংগৃহীত

যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ন্যায়বিচার হবে এই রাষ্ট্রের নতুন যাত্রার প্রথম লক্ষণ। সোমবার (৪ আগস্ট) মিরপুরে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

 

জোনায়েদ সাকি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা ছিল। কিন্তু শহীদ পরিবারগুলো হাহাকার করে বিচার প্রক্রিয়া কত দূর ভেবে। একটা রাষ্ট্র সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্র হয়ে উঠছে কিনা, জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারছে কিনা তা নির্ভর করে রাষ্ট্রের ন্যায়বিচার দেয়ার সক্ষমতার ওপর।

 

তিনি আরও বলেন, শহীদ এবং যারা আহতরা এই জাতিকে গৌরবান্বিত করেছেন। তারা প্রমাণ করেছেন, দেশের মানুষ মৃত নয়, তারা অন্যায়ের বিরোধিতা করে ও শেষপর্যন্ত লড়াই করে খুনীদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে গৌরবান্বিত করে গেছেন।

 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সাকি বলেন, সবার আগে কর্তব্য ছিল শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করা। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের পর সবচেয়ে বড় মাহেন্দ্রক্ষণ ৫ আগস্ট আবার আসছে। এখনও জানি না শহীদদের পূর্ণাঙ্গ তালিকা পাব কি না, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত দেখবো কি না, তাদের পরিবারের জীবনের দায়িত্ব নেয়া নিশ্চিত হবে কি না, সমস্ত আহতের চিকিৎসা ও জীবনের দায়িত্ব নেয়া হয়েছে—সেটা দেখবো কি না। এটা এই সরকারের ব্যর্থতা।