ঢাকা রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


বিভেদ-প্রতিহিংসা নয়, দায়িত্বশীল রাজনীতি চায় দেশের জনগণ: তারেক রহমান


৩ আগস্ট ২০২৫ ২১:২৯

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি নয়—রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গুণগত ও দায়িত্বশীল রাজনীতি প্রত্যাশা করে দেশের জনগণ। সেজন্যেই জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।

 

রোববার (৩ আগস্ট) বিকেলে ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

 

তারেক রহমান বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছেন। এমনকি পলাতক স্বৈরাচার নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালিয়ে তাদের দমন করতে পারেনি। ফ্যাসিবাদ যেন আবার ফিরতে না পারে, সেজন্য ছাত্রসমাজকে কাজ করতে হবে।

 

তিনি আরও বলেন, দেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার পরিবর্তে ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করা হয়েছিল। এমনকি ক্যাম্পাসগুলোকে কনসেনট্রেশন ক্যাম্পে রূপান্তর করা হয়েছিল।

 

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার-মুক্ত বাংলাদেশে প্রচলিত ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন হওয়া প্রয়োজন। জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে সমস্যা ও সম্ভাবনা নিয়ে ছাত্রসংগঠনগুলোর সচেতন থাকতে হবে এবং নিজেদের যোগ্যতম হিসেবে গড়ে তুলতে হবে।

 

ছাত্র সমাবেশে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, সারাবিশ্বে অনলাইনে কেনাকাটা হয়। অনলাইনে পণ্যের চাহিদার এই সুযোগকে কাজে লাগাতে চায় বিএনপি। বাংলাদেশি পন্য সরবরাহ করতে চায় ই-কমার্স প্লাটফর্মে। তিনি দেশে বহু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি করতে চান বলেও জানান।

 

তিনি আরও বলেন, ৪ কোটি নতুন ভোটার যুক্ত হলেও ফ্যাসিবাদী চক্র তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে।

 

এ ছাড়াও বক্তব্যের শেষে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দিতে ছাত্রসমাজকে আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।